বাংলাদেশসর্বশেষ নিউজ
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২আহত ৪
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডের পোষ্ট অফিসের সামনে এবং কালিহাতী উপজেলার চর ভাবলা এ দুর্ঘটনাটি ঘটে। সকালে ট্রাক চাপায় এক ব্যাক্তি নিহত হয়েছে। তাৎক্ষনিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া বলেন, সকালে দ্রুত গতির একটি ট্রাক ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
অপরদিকে টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও পিকআপ সংঘর্ষে ঝমিলা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা দিনাজপুর জেলার দিরামপুর উপজেলার দুর্গাপুর এলাকার মৃত নুরু উদ্দিনের স্ত্রী।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বলেন, দিনাজপুর থেকে জোহানা এন্টার প্রাইজ একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কালিহাতীর চর ভাবলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধাসহ ৫ জন আহত হয়। পরে তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।