বাংলাদেশসর্বশেষ নিউজ

ঝিনাইদহে নকল বিড়ি তৈরির অপরাধে ২ জনকে কারাদন্ড ও জরিমানা

16.6 rab jinaidahজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে নকল বিড়ি তৈরির অপরাধে আসলাম হোসেন (২৬) ও আকিদুল ইসলাম (২৫) নামের ২ ব্যক্তির বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা ভ্রাম্যমাণ আদালতে এ দন্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে আসলাম হোসেন ও একই গ্রামের নুরুন্নবীর ছেলে আকিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা ও ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি টিম উপজেলার দেবরাজপুর গ্রামে অভিযান চালায়। সে সময় ৬০ কোটি বিড়ি তৈরির উপকরণ ও ৫ লক্ষাধিক টাকার নকল ব্যান্ডরোলসহ আসলাম হোসেন ও আকিদুল ইসলাম নামের দুই জনকে আটক করা হয়।

এ ঘটনায় আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আসলাম হোসেকে ৬ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং আকিদুলকে ২ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেয়। পরে উদ্ধারকৃত নকল বিড়ির উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা জানান, ভেজাল ও নকলবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। কালীগঞ্জ উপজেলা থেকে সকল প্রকার নকল ও ভেজাল পণ্য তৈরি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দেয়া হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Close