ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
তামিমকে আইসিসির অভিনন্দন
নিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। এমন কীর্তি গড়ায় বাংলাদেশের সেরা এই ওপেনারকে অভিনন্দন জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ক্রিস ওয়াক্সের বলে বাউন্ডারি হাঁকিয়ে ওয়ানডেতে পাঁচ হাজার রান পূর্ন করেন তামিম। যা প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে এই অনন্য কৃতি গড়েন টাইগার সাদা পোশাকের সহঃদলপতি।
এদিকে মাইলফলক স্পর্শ করে নিজের নামের পাশে আর ৭ রান যোগ করেই সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। আদিল রশিদের বলে জেম্স ভিন্সের হাতে তালুবন্দি হওয়ার আগে ৪৫ রানের কার্যকরী ইনিংস উপহার দেন তিনি। তামিম তার ৬৮ বলের ইনিংসে ৫টি বাউন্ডারির মার মারেন।
তামিম ইকবাল ১৫৯ ওয়ানডেতে ৩২.৩০ গড়ে পাঁচ হাজার ৭ রান করেছেন। ৭টি সেঞ্চুরির (বাংলাদেশের হয়ে সর্বোচ্চ) পাশাপাশি আছে ৩৩টি ফিফটি। সর্বোচ্চ ইনিংস ১৫৪।
পাঁচ হাজার পূর্ণ করার পর আইসিসি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে তামিমের একটি ছবি পোস্ট দিয়ে লিখেছে, ‘বাংলাদেশের হয়ে ৫,০০০ ওয়ানডে রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। সাবাস!’