ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ

ঝিনাইদহে কৃষি ইনস্টিটিউট শিক্ষার্থীদের মানববন্ধন

manob bondhon jinaidahস্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সহ ডিপ্লোমা কৃষিবিদদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদান ও উপবৃত্তির দাবিতে র‌্যালি ও মানববন্ধন করেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৩ মে) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে র‌্যালি বের করে র‌্যালিটি শহরের পোস্ট অফিস মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ ঝিনাইদহ শাখার সভাপতি মাহমুদুর রহমান পাপন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস প্রমুখ বক্তব্য রাখেন।

nuu

উপস্থিত বক্তারা বলেন, তাদের চার দফা দাবি মেনে না নেওয়া হলে পরবর্তীতে কঠোর কর্মসূচিসহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো বন্ধ রাখতে বাধ্য করা হবে।

Related Articles

Close