বাংলাদেশসর্বশেষ নিউজ

ঝিনাইদহ জেলা জুড়ে বিদ্যুৎ নেই-জেনারেটর মালিকদের ব্যাবসা চরমে,ব্যাপক বিপদে এলাকাবাসী!

Jhenaidah Current Picture (1)ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ।। ঝিনাইদহের অন্যান্ন এলাকার মত শৈলকুপা উপজেলার ভাটই বাজার সহ আশেপাশের এলাকাই ঝড় ও বৃষ্টির কারনে নেই কোন বিদ্যুৎ সংযোগ, চরম বিপদে পড়েছে এলাকাবাসী।

বিদ্যুৎ না থাকার সুযোগে ভাটই বাজারের স্থানীয় জেনারেটর মালিক ও দোকানদার গন ব্যাটারি চার্জ বাবদ কৌশলে ব্যাপক ভাবে টাকা হাতিয়ে নিচ্ছে অটো ভ্যান চালক ও মোবাইল ব্যবহারকারিদের কাছ থেকে। ভাটই বাজারের স্থানীয় জেনারেটর মালিক ও দোকানদার মনিরুল ডেকোরেটর,মায়ের দোয়া ডেকোরেটর,প্রিতি ইলেকট্রনিক্স সহ অধিকাংশ দোকানদার আপতত অটো ভ্যানের ব্যাটারি চার্জ বাবদ নিচ্ছে ১৫০ টাকা ও মোবাইল চার্জ বাবদ ২০ টাকা।

এদিকে বিভিন্ন অটো ভ্যান চালক সাংবাদিক পারভেজ ও লিংকন কে বলেন, অটো ভ্যানের ব্যাটারি চার্জ বাবদ ১৫০ টাকা নিলে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি  ওদিকে স্থানীয় যুবকেরা বলছে মোবাইল চার্জ দিতে ১০০ টাকা নিলেও মোবাইল চার্জ দিতেই হবে কেননা ফেইসবুক না চালালে আর গার্ল ফ্রেন্ডের সাথে কথা না বললে মাথাই যেন কোন কিছু কাজ করবে না। আর এ ভাবেই ভাটই বাজারের দোকানে দোকানে ব্যাটারির চার্জ দেওয়ার জন্য জমজমাট ভিড়।

Tags

Related Articles

Close