সর্বশেষ নিউজ

ক্রিকবাজেও সেরা টেস্ট অল-রাউন্ডার সাকিব

জেড.আই জহির, নিউজরুমবিডি.কম: বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান ক্রিকবাজের অললাইন ভোটেও সেরা অল-রাউন্ডার নির্বাচিত হয়েছেন।

ভারত বনাম শ্রীলংকার মধ্যকার ২য় টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে সেরা টেস্ট অল-রাউন্ডারের জন্য অনলাইন ভোটিং করেন ক্রিকবাজ। সেখানেও সবাইকে ছাপিয়ে দর্শকদের ভোটে সেরা টেস্ট অল-রাউন্ডার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান।

শুক্রবার ভারত বনাম শ্রীলংকার মধ্যকার ২য় টেস্ট ম্যাচের ২য় দিনে অনলাইনে সেরা অল-রাউন্ডারের জন্য দর্শকদের কাছে ভোট চান ক্রিকবাজ। যেখানে শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস, ভারতের অল-রাউন্ডার রবি চন্দন অশ্বিন, ইংল্যান্ডের ব্যাটিং অল-রাউন্ডার মঈন আলী কে পিছনে ফেলে বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান সেরা অল-রাউন্ডার নির্বাচিত হয়েছেন।

সাকিব আল হাসান ৪৫% ভোট পেয়ে সেরা অল-রাউন্ডারের তকমাটা নিজের কাধেই রেখেছেন। সাকিব দেশ ও দেশের বাইরেও সমানভাবে জনপ্রিয় তারই প্রমাণ মিললো এই ভোটিংয়ে। অনলাইন ভোটিংয়ে শ্রীলংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস পেয়েছেন শতকরা ২০% ভোট। ভারতের বোলিং অলরাউন্ডার রবি চন্দন অশ্বিন শতকরা ৩৩% ভোট পেয়ে ২য় স্থানে আছেন। আর ইংলিশ ব্যাটিং অল-রাউন্ডার মঈন আলী পেয়েছেন শতকরা ০২% ভোট। সাকিব আল হাসান দেশের বাইরেও সমানভাবে জনপ্রিয় থাকুক এটাই আশা সাকিব ভক্তদের।

Related Articles

Close