ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

জিম্বাবুয়ে সিরিজই মাশরাফির ‍’অধিনায়কত্ব’ অধ্যায়ের সমাপ্তি!

ক্রীড়া প্রতিবেদক: ১লা মার্চ থেকে দেশের মাটিতে শুরু হচ্ছে জিম্বাবুয়ের সাথে টাইগারদের ওয়ানডে সিরিজ। আর এ সিরিজই হতে যাচ্ছে ‘অধিনায়ক’ হিসেবে মাশরাফি বিন মোর্তজা’র শেষ সিরিজ- এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ অধিনায়ক হিসেবেই খেলবেন মাশরাফি। বিসিবি সভাপতি আরো ধারণা দিয়েছেন, অধিনায়ক হিসেবে এটাই হতে পারে মাশরাফির শেষ সিরিজ। এরপর দলে আসতে হলে নিজেকে প্রমাণ করে খেলোয়াড় হিসেবে আসতে পারবেন মাশরাফি।

আজ বুধবার মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মুমিনুল হকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘আমার ধারণা মাশরাফি নিশ্চিতভাবেই এ সিরিজে থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে আমার ধারণা। সে যদি ফিট না হয় সেটা ভিন্ন কথা।’

অধিনায়কত্ব নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘অধিনায়কত্ব নিয়ে খুব শীঘ্রই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সামনে যে বিশ্বকাপ (২০২৩) আছে, হঠাৎ করে আগ মুহূর্তে আমরা নতুন কোনো অধিনায়ক নিয়োগ করবো না। বিশ্বকাপের জন্য আমরা দল ও অধিনায়ক দুই বছর আগেই করে ফেলব। আমার হাতে খুব বেশি সময় নেই। খুব শীঘ্রই এ সিদ্ধান্ত নিতে হবে। এক মাসের মধ্যে অধিনায়কত্ব নিয়ে পরিস্কার সিদ্ধান্ত দিতে পারব। এ সিরিজটা পর্যন্ত আমরা অপেক্ষা করবো, এরপর সিদ্ধান্ত নেব।’

তিনি আরো বলেন, ‘মাশরাফি খেলতে চাইলে খেলতে পারে কিন্তু আমি এখন অধিনায়কত্ব নিয়ে উদ্বিগ্ন। আমরা যদি নতুন অধিনায়ক ঘোষণা করি এবং মাশরাফি যদি নিজের পারফরম্যান্সে দলে ঢুকতে পারে তাহলে ঢুকবে। এটা কারো জন্যই তো বাধা নয়। কিন্তু অধিনায়কের বিষয়টা আমরা মাসখানেকের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেব। ’  – বলেছেন বোর্ড সভাপতি।

দেশের ক্রিকেটে মাশরাফির অবদান এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসর বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘অধিনায়ক মাশরাফির বিকল্প নেই। আগে বিপ টেস্ট চালুর ব্যাপার ছিল না। এখন এটা আমরা চালু করেছি। মাশরাফি বিপ টেস্ট পাস নাও করতে পারে। বাংলাদেশ ক্রিকেটের যে বাঁক বদল সেখানে মাশরাফির অবদান অস্বীকার করার উপায় নেই। ওর নেতৃত্ব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে তার সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার যে সে কত দিন খেলবে। অনেক বিষয় জড়িয়ে আছে এখানে।’

প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিপক্ষে ১, ৩ ও ৬ মার্চ সিলেটে তিন ওয়ানডের সিরিজ খেলবে বাংলাদেশ।

Tags

Related Articles

Close