বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

সখীপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: টাঙ্গাইলের সখীপুরের যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলুর রহমান বাবুলসহ সদস্যদের অপসারণ দাবিতে গত সোমবার ইউপি কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে ‘নির্বাচন সংগ্রাম পরিষদ’।

বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনকারীরা সখীপুর ইউএনও কার্যালয়ে এসে ইউএনও এস এম রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি পেশ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ১৪ বছর ধরে কার্যক্রম পরিচালনাকারী ‘অবৈধ পরিষদকে’ অপসারণ ও বর্তমান তফসিলে ‘যাদবপুর’ ও নবগঠিত ‘বহুরিয়া’ ইউনিয়নে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়।

স্মারকলিপি দেওয়ার পর ‘নির্বাচন সংগ্রাম পরিষদের’ আহবায়ক ডিএম শরিফুল ইসলাম শফি বলেন, ‘৪৮ ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে বুধবার থেকে আমরা কার্যালয়ে তালা ঝুলানো ও সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি শুরু করবো।’

জানতে চাইলে ইউএনও এস এম রফিকুল ইসলাম স্মারকলিপি পাওয়ার সত্যতা স্বীকার করেন।

প্রসঙ্গত. গত ২৩ ফেব্রæয়ারির পর থেকে চেয়ারম্যানসহ ওই পরিষদের কোনো সদস্য কার্যালয়ে যাননি। ফলে চারিত্রিক সনদসহ নানা সেবা থেকেই বঞ্চিত হচ্ছে ওই দুইটি ইউনিয়নের জনসাধারণ।

Related Articles

Close