বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

dc dinajpurমোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরে র‌্যালী, আলোচনা সভা. পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী সংগঠনসমূহের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও, নিবন্ধনকৃত সমিতিসমূহের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০টায় প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলমের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

দ্বিতীয় পর্বে সকাল ১১টায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞার সভাপতিত্বে “অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, সিনিয়র জেলা তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দীন, তরী দুঃস্থ নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী জিনাত আরা চৌধুরী মিলি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সভ্যতা বির্নিমানে নারীর ভ‚মিকা বেশী। পরস্পর পরস্পরের ক্ষমতা নিয়ে লিপ্ত হলে চলবে না একে অপরকে ছাড় দিতে হবে। সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, নারী স্নেহ মমতার প্রতিক, নারীরা শুধু পিছনে থাকবে সেটা হবে না। মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করতে হবে। সকলে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নারীর অবদান অপরিসীম। নারীদের যথাযোগ্য মর্যাদা প্রদানের পাশাপাশি তাদের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরী। জাতীয় অর্থনৈতিক কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায় নিশ্চিত করতে হলে যথাযথ আইন প্রণয়নের পাশাপাশি তাদেরকে কর্মমুখী শিক্ষা শিক্ষিত ও দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করে তুলতে হবে।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোখসানা বানু হাবিব। মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলাম’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বহ্নি শিখা মহিলা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদিকা খ্রিস্টিনা লাভলী দাস, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যো¯œা, এমবিএসকে’র নির্বাহী প্রধান রাজিয়া হোসেন, পল্লী শ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরা, সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী মেহেনাজ মুন্নী। শেষে শিল্পকলা একাডেমী, এসইউপিকে, মহুয়া হস্তশিল্প প্রতিষ্ঠান, মহিলা-শিশু স্বাস্থ্য কল্যাণ সমিতি ও বৈকালী নাট্যগোষ্ঠীর সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ দিনাজপুর সরকারী কলেজের শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ আবু রায়হান মিঞা।

অপরদিকে দিনাজপুর লেডিস ক্লাবের উদ্যোগে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে র‌্যালী ও বিকেলে দিনাজপুর স্টেশন ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় লেডিস ক্লাবের সহ-সভানেত্রী ইরফাত ফারহানার সভাপতিত্বে নারী দিবসের মূল প্রতিপাদ্য “অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান” শ্লোগানকে সামনে রেখে বক্তব্য রাখেন সহ-সভানেত্রী ইরফাত ফারহানা, সাধারণ সম্পাদিকা শারমিন আক্তার, উপদেষ্টা কানিজ ফাতেমা, জিনাত আরা চৌধুরী মিলি, সদস্য তারিকুন বেগম লাবুন, ফাইমা ইয়াসমিন কলি, নাজমা মশির, সাহানাজ পারভীন, বিলকিস আরা বেগম, মোয়াজ্জেমা আমাতুল হক প্রমুখ।

একই দিবস উপলক্ষে ব্র্যাক দিনাজপুর আয়োজিত প্রতিবারের ন্যায় এবারো আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালীতে অংশ নেয়। উপস্থিত ছিলেন জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মহসীন আলী, জেন্ডার ট্রেইনার মোঃ মোস্তাফিজুর রহমান বুলবুল, অফিসার প্রগতি মোঃ কামাল হোসেন, উপজেলা ম্যানেজার ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচী এটিএম রোমান, মোঃ মজমুল হক, মতিউল ইসলাম, বাবুল, এনামুল, সাজু, মোস্তাক আলী প্রমুখ।

Tags

Related Articles

Close