ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

টসে জিতে ফিল্ডিংয়ে ভারত

ind pakজেড.আই জহির, নিউজরুমবিডি.কমঃ ১২ তম এশিয়া কাপের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দ্বিপাক্ষীক দলের এটা সপ্তম আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ। আর এশিয়া কাপে পাকিস্তানের প্রথম ম্যাচ হলেও ভারতের দ্বিতীয় ম্যাচ এটি।

শনিবার হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। এশিয়া কাপের চতুর্থ ম্যাচে টসে জয়লাভ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনী।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি), মাছরাঙ্গা টেলিভিশন। এছাড়া মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে খেলাটির সরাসরি ধারাবিবরনী প্রচার করছে রেডিও ভুমি “এফএম ৯২.৮”।

এদিকে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে চিরপ্রতিদ্বন্দী ভারত-পাকিস্তান এর আগে ছয়বার মোকাবেলা করেছে। ছয় ম্যাচের চারটি জয় ছিনিয়ে নিয়েছে শক্তিশালী ভারত পাকিস্তানের জয় মাত্র একটিতে। আর বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। যেটির ফল নির্ধারণ হয়েছে বল আউটে। সে ম্যাচেও জয় পেয়েছিল ভারত। সে হিসেবে ৬টির ৫টিতেই জয় ভারতের। উল্লেখ্য সর্বশেষ ভারত পাকিস্তান টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ২০১৪ সালের বিশ্বকাপে। মিরপুরে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে নিজেদের সামনে দাঁড়াতে দেয়নি ভারত। ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

Related Articles

Close