বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

আগামীকাল ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

sattro leagueনিউজরুমবিডি.কম: আগামীকাল ৪ জানুয়ারি। ১৯৪৮ সালের এই দিনেই পথ চলতে শুরু করে বাংলাদেশ ছাত্রলীগ।‌ ‘শিক্ষা, শান্তি ও প্রগতি’ এ স্লোগানকে সামনে নিয়ে এরই মধ্যে সংগঠনটি অতিক্রম করে এসেছে ৬৭টি বছর। আগামীকাল আওয়ামীলীগের এই ছাত্রসংগঠনটির ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ।

বায়ান্নের ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, এমনকি মহান মুক্তিযুদ্ধেও সগর্বে অংশ নেয়া এ সংগঠনটি প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে=

৪ জানুয়ারি (সোমবার) সকাল সাড়ে ৬টায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হবে।

সকাল ৮টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটবেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ শেষে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।

৫ জানুয়ারি (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলায় অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

৬ জানুয়ারি (বুধবার) টিএসসির সড়ক দ্বীপে দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ।

৭ জানুয়ারি (বৃহস্পতিবার) টিএসসি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ ও পাঠচক্রের আয়োজন করা হয়েছে।

৮ জানুয়ারি (শুক্রবার) টিএসসির সড়ক দ্বীপে ‘ইতিহাস ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী করা হবে বলেও জানা গেছে।

Tags

Related Articles

Close