ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
১ম ইনিংসে ৩২৪ রানে অলআউট বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: ইনিংসের শুরুতেই ওপেনার সৌম্য সরকারকে আউট করে বাংলাদেশ ক্রিকেট দলকে বড় ধাক্কারই ইঙ্গিত দিয়েছিলেন উইন্ডিজের বোলাররা। কিন্তু সে ধাক্কা সামলে নেন মুমিনুল হক। বাংলাদেশের টপ অর্ডারের এ ব্যাটসম্যান তুলে নেন নিজের অষ্টম সেঞ্চুরি। তাঁর ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে বড় রানের সংগ্রহের দিকে এগোচ্ছিল বাংলাদেশ।
তবে চা বিরতির পর টানা তিন ওভারে উইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েলের ৪ উইকেট তুলে নিলে বাংলাদেশের ৩০০ রান নিয়েই শঙ্কা দেখা দেয়। শেষ দিকে তাইজুল ইসলাম ও নাঈম হাসানের ব্যাটিংয়ে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাড়ায় ৮উইকেটে ৩১৫ রান। দ্বিতীয় দিনের শুরুতে বেশিক্ষণ টিকতে পারেননি বাংলাদেশের শেষ দিকের ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনের ২৮ বলের মধ্যেই গুটিয়ে যায় তারা। প্রথম ইনিংস শেষে বাংলাদেশ স্কোরকার্ডে জমা করেছে ৩২৪ রান।
দ্বিতীয় দিনের পঞ্চম ওভারে জোমেল ওয়ারিকেনের করা ওভারের দ্বিতীয় বলেই স্লিপে ধরা পড়েন অভিষিক্ত নাঈম হাসান। আউট হওয়ার আগে তিনি করেন ২৬ রান। ভাঙে তাইজুল-নাঈমের ৬৫ রানের জুটি। পরের বলে মুস্তাফিজকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে প্রথমবার বেঁচে গেলেও মুস্তাফিজ এক বল পর আবারও এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। এবার আর রিভিউ নিয়েও রক্ষা হয়নি মুস্তাফিজের। শেষ পর্যন্ত ৩২৪ রানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস। ৬৮ বলে ৩৯ রান নিয়ে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তাইজুল।
চারটি করে উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ারিকান ও শ্যানন গ্যাব্রিয়েল। কেমার রোচ ও দেবেন্দ্র বিশু পেয়েছেন একটি করে উইকেট।