ক্রিকেটক্রিকেটখেলাধূলা

ভাগ্যের জোরে দ্বিতীয় রাউন্ডে সাকিবের করাচি কিংস

সাকিব ও মুশফিক

জেড.আই জহির, নিউজরুমবিডি.কমঃ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম রাউন্ডের গন্ডি পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছে মুশফিক-সাকিবদের করাচি কিংস। নিজের শেষ ম্যাচে জয় না পেলেই প্রথম রাউন্ডের গন্ডি পেরিয়েছে করাচি কিংস। লাহোর কালান্দার্সের পরাজয়ে ভাগ্যের কল্যানে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে দলটি। শনিবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ২য় কোয়ালিফাই ম্যাচ খেলবে মুশফিক-সাকিবদের করাচি কিংস।

বুধবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গ্রুপ পর্যায়ের শেষ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় বিকাল ৫.৩০ মিনিটে মাঠে নামে সাকিব-মুশফিকের করাচি কিংস তামিম ইকবালের পেশোয়ার জা্লমির বিপক্ষে। নিজেদের ম্যাচে তামিমের পেশোয়ার জালমির বিপক্ষে ৫ উইকেটের বড় ব্যবধানে হারে করাচি কিংস। ফলে ফিকে হয়ে যায় দ্বিতীয় রাউন্ডে যাওয়ার।

কিন্তু একই দিন রাত ১০.০০টায় মাঠে নামে আরেক দল লাহোর কালান্দার্স ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। উত্তেজনাকর ম্যাচে ৬ বল হাতে রেখে ৫ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মিজবাহ-উল-হকের ইসলামাবাদ ইউনাইটেড। ফলে নেট রানরেটে পিছিয়ে পড়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় আজহার আলীর লাহোর কালান্দার্স। আর ভাগ্যের জোরে নেট রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে করাচি কিংস। 

এদিকে বুধবার করাচি কিংসের হয়ে মূল একাদশে মাঠে নামেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ে জ্বলে উঠতে না পারলেও বোলিংয়ে ছিলেন কৃপণ। ব্যাট হাতে ১২ বলের কল্যানে ১১ রানে বিদায় নেন সাকিব। বিপরীতে তিন ওভার বল করে উইকেট না পেলেও মাত্র ১৩ রান খরচ করে সাকিব। অপরদিকে মূল একাদশে জায়গা হয়নি করাচি কিংসের আরেক বাংলাদেশী মুশফিকুর রহিমের। ইনজুরির কারণে পেশোয়ার জালমি’র মূল একাদশে ছিলেন না তামিম ইকবাল।

আজ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোন ম্যাচ নেই। শুক্রবার রাত দশটায় প্রথম কোয়ালিফাই ম্যাচে মাঠে নামবে তামিম ইকবালের পেশোয়ার জালমি’র প্রতিপক্ষ কুয়েটা গ্ল্যাডিয়েটর্স। আর্ সাকিব-মুশফিকের করাচি কিংস মাঠে নামবে শনিবার একই সময় ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। ম্যাচ দুইটি দুবাই ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)।

Tags

Related Articles

Close