ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

হ্যাট্রিক শিরোপা জয়ের হাতছানি মাশরাফির

mashজেড.আই জহির, নিউজরুমবিডি.কম:  বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তৃতীয় শিরোপার হাতছানি মাশরাফি বিন মর্তুজার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক অনন্য রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে। বিপিএলে টানা তৃতীয়বার ন্যায় তার দলকে ফাইনালে তুলতে সক্ষম হয়েছেন তিনি।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের তৃতীয় আসরের ফাইনালে বরিশাল বুলসের বিপক্ষে খেলবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

এরআগে বিপিএলের প্রথম দুই আসরে মাশরাফির হাত ধরেই শিরোপা জিতেছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস। তৃতীয় আসরেও ফাইনালে উঠেছে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগের দুই শিরোপার ধারাবাহিকতা বজায় রাখতে এবার তৃতীয়টিও জয়লাভ করতে মাত্র একটি ম্যাচ দূরে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাশরাফি বিন মর্তুজা অধিনায়ক হিসেবে কতটা সফল, সেটা পরিসংখ্যানেই বলে দেয়।

আগের দুই আসরে মাশরাফির হাত ধরে ঢাকা গ্লাডিয়েটরস ২১টি ম্যাচের ১৬টি ম্যাচে জয়লাভ করে। এবার আসরের নতুন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিয়ে গ্রুপ পর্বের ১০টির মধ্যে ৭টিতে এবং সর্বশেষ প্রথম কোয়ালিফাইয়ে রংপুর রাইডার্স কে হারিয়ে তৃতীয় বারের ন্যায় ফাইনালে প্রবেশ করে মাশরাফি। তৃতীয় শিরোপা নিজের দখলে করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন ম্যাশ। বাকি রয়েছে শুধু ২২ গজে প্রমাণের অপেক্ষায়। আর সেটার মূল স্বীকৃতি পাবে আগামীকালকের ফাইনালের মঞ্চেই।

হ্যাট্রিক শিরোপা জয় করতে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলস। আগের দুই প্রতিপক্ষ ছিল প্রথমবারের প্রতিপক্ষ ছিল বরিশাল বার্নাস। দ্বিতীয়বার চিটাগং কিংস।

Tags

Related Articles

Close