ক্রিকেটক্রিকেটখেলাধূলা

এশিয়া কাপ মূল পর্বের সবম্যাচ মিরপুরে

Asia Cup-2016
জেড.আই জহিরঃ টানা তৃতীয়বার সহ সর্বোচ্চ পাঁচবার স্বাগতিকের তকমটা নিজের করে রেখেছে বাংলাদেশ। আর ভারতকে দিয়েই শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। আগামী ২৪ ফেব্রুয়ারি মিরপুরে ভারতের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী। আর এবারেই প্রথম এশিয়ার জায়ান্টরা লড়বে টি-টুয়েন্টি ক্রিকেট ভার্সনে। এশিয়া কাপ মূল পর্বের সবম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর প্রতিদিনের ম্যা্চগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে আসন্ন এশিয়া কাপের বাছাই পর্বের সময়সূচী প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এশিয়া কাপের উদ্ভোধনী ম্যাচে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সাবেক চ্যাম্পিয়ন ভারত। ১২দিনের এই সংক্ষিপ্ত টুর্নামেন্টের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে “হোম অফ ক্রিকেট খ্যাত” মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৬ই মার্চ।

এদিকে মূল পর্বের আগে আগামী ১৯-২২ ফেব্রয়ারি এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্ভোধনী ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হবে আফগানিস্তান ও সংযুক্ত আরব-আমিরাত এবং একই দিন সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে ওমান ও হংকং। বাছাই পর্বের সকল ম্যাচ অনুষ্ঠিত ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে। বাছাইপর্ব খেলতে আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকায় আসবে আফগানিস্তান, ওমান, হংকং ও সংযুক্ত আরব-আমিরাত। বাছাই পর্বের শীর্ষদল মূলপর্বে খেলার সুযোগ পাবে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা।

এশিয়া কাপের বাছাইপর্বের সূচি:
১৯ ফেব্রুয়ারিঃ আফগানিস্তান-আরব আমিরাত (দুপুর দেড়টায়),
১৯ ফেব্রুয়ারিঃ হংকং-ওমান (সন্ধ্যা ৬টায়)

২০ ফেব্রুয়ারিঃ আফগানিস্তান বনাম ওমান (দুপুর দেড়টা)
২১ ফেব্রুয়ারিঃ আরব আমিরাত বনাম হংকং (সন্ধ্যা ৬টা)

২২ ফেব্রুয়ারিঃ আফগানিস্তান-হংকং (দুপুর দেড়টা),
২২ ফেব্রুয়ারিঃ আরব আমিরাত-ওমান (সন্ধ্যা)।

এক নজরে এশিয়া কাপের মূলপর্বের সূচি:
২৪ ফেব্রুয়ারিঃ বাংলাদেশ – ভারত
২৫ ফেব্রুয়ারিঃ শ্রীলঙ্কা – বাছাই পর্ব পেরিয়ে আসা দল

২৬ ফেব্রুয়ারিঃ বাংলাদেশ – বাছাই পর্ব পেরিয়ে আসা দল
২৭ ফেব্রুয়ারিঃ ভারত – পাকিস্তান

২৮ ফেব্রুয়ারিঃ বাংলাদেশ – শ্রীলঙ্কা
২৯ ফেব্রুয়ারিঃ পাকিস্তান – বাছাই পর্ব পেরিয়ে আসা দল

১ মার্চঃ ভারত – শ্রীলঙ্কা
২ মার্চঃ বাংলাদেশ – পাকিস্তান

৩ মার্চঃ ভারত – বাছাই পর্ব পেরিয়ে আসা দল
৪ মার্চঃ পাকিস্তান – শ্রীলঙ্কা

৬ মার্চঃ ফাইনাল (গ্রুপ পর্বের সেরা দুই দল)।

Tags

Related Articles

Close