বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

এরশাদের জাপায় ভাঙ্গনের সুর: ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন

নিউজরুমবিডি.কম: জাতীয় পার্টিতে ভাঙ্গনের সুর বেজে উঠেছে। রোববার রংপুরে এক সংবাদ সম্মেলনে এরশাদ কোনো রকম আলোচনা ছাড়াই ছোট ভাই জি এম  কাদেরকে দলের কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। এরশাদের এ ঘোষণাকে কেন্দ্র করেই দলের মধ্যে বিদ্রোহ ঘটেছে। এরই মধ্যে দলটির একাংশ রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছে।

সোমবার সন্ধ্যায় রওশানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।
রওশনের গুলশানের বাসায় জাপার কয়েকজন সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতাকে নিয়ে বৈঠক করার পর পরই এ ঘোষণা দেয়া হয়। বিদ্রোহী এ অংশের নেতাদের দাবি, নিয়ম বহির্ভূতভাবে জি এম কাদেরকে কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন এরশাদ।

এর আগে সোমবার বিকালে রওশনের সাথে বৈঠকে বসেন  তিন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু ও মশিউর রহমান রাঙ্গা, দলের মহাসচিব বাবলু এবং আরো কয়েকজন ঘনিষ্ঠ নেতা।

এরপর সন্ধ্যায় রওশন এরশাদ আবার দলের সাংসদ ও কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে নিয়ে যৌথ বৈঠক করেন। সেখানেই তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙ্গা, জিয়াউদ্দিন বাবলু প্রমুখ।
Tags

Related Articles

Close