ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

হংকং’কে ১৪ রানে হারিয়েছে জিম্বাবুয়ে

NAGPUR, INDIA - MARCH 08: Vusumuzi Sibanda of Zimbabwe in action during the ICC Twenty20 World Cup Group B match between Zimbabwe and Hong Kong at the Vidarbha Cricket Association Stadium on March 8, 2016 in Nagpur, India. (Photo by Christopher Lee-IDI/IDI via Getty Images)জেড.আই জহির, নিউজরুমবিডি.কমঃ ষষ্ঠ টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রথম রাউন্ডের উদ্ভোধনী ম্যাচে হংকং’কে ১৪ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথম রাউন্ডের গ্রুপ “বি” এর ম্যাচে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামে জিম্বাবুয়ে ও হংকং ক্রিকেট দল।

 
মঙ্গলবার নাগপুরের বিদার্ভা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্ভোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় হংকং। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে জিম্বাবুয়ে। দলের পক্ষে ওপেনার ভুসি সিবান্দা সর্বোচ্চ ৫৯ রান করেন। তার ৪৬ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছয়ের মার ছিল।
 
এছাড়া জিম্বাবুয়ের হয়ে এল্টন চিগুম্বুরা অপরাজিত ৩০, ওয়ালার ২৬, মাসাকাদজা ২০, উইলিয়ামসন ১২ রান করেন। হংকংয়ের পক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে সেরা বোলার অধিনায়ক তানভীর আফজাল। এছাড়া আজিজ খান ২টি, নাদিম খান ১টি উইকেট নিজের নামে করেন।
 
১৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় হংকং। দলীয় ১৫ রানে চ্যাম্বেলের (৯) উইকেট হারায় তারা। এরপর জিম্বাবুয়ের বোলিংতোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে আইসিসির সহযোগী দলটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে হংকং। ফলে ১৪ রানের ব্যবধানে টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্ভোধনী ম্যাচে জয় পায় জিম্বাবুয়ে।
 
হংকংয়ের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন ওপেনার ব্যাটসম্যান জেমি অ্যাটকিন্সন। তার ৪৪ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছয়ের মার মারেন। দলীয় অধিনায়ক তানভীর ১৭ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া চ্যাম্পান ১৯, আংশুমান ১৩ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে ত্রিপানো-চাতারা ২টি করে এবং মাসাকাদজা-সিকান্দার রাজা ১টি করে উইকেট নেন।
 
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ে ভুসি সিবান্দা।
Tags

Related Articles

Close