ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

‘এমন ব্যাটিংয়ের কোনো অজুহাত নেই’

ক্রীড়া ডেস্কঃ উইন্ডিজদের বিপক্ষে সিরিজের অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসে একই রান তুলতে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে সোহানের ৬৪ রানের ব্যক্তিগত ইনিংসে এবং রুবেল হোসেনকে নিয়ে নবম উইকেটে ৫৫ রানে ভর করে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১৪৪ রান জমা করে বাংলাদেশ।

দলের এমন পারফরম্যান্সে বিস্মিত ক্রিকেটপ্রেমিরা। বিস্মিত জাতীয় দলের ক্রিকেটাররাও। অ্যান্টিগা টেস্টে নিজেদের ব্যাটিং ব্যর্থতা এভাবেই অকপটে স্বীকার করেছেন দেশেসেরা ওপেনার তামিম ইকবাল। হতশ্রী ব্যাটিংয়ের কোনো অজুহাত খোঁজার চেষ্টা করেননি খান সাহেব।

তামিম ইকবাল বলেন, ‘আমাদের শেষ টেস্ট ম্যাচটা আপনাদের জন্য যেমন বিস্ময়কর ছিল আমাদের জন্যও একই ছিল। আমরাও বিস্মিত। আমরা জানি যে, আমরা এর থেকে অনেক ভালো দল। যে ধরণের পারফরম্যান্স করেছি সেটা কোনোভাবেই প্রত্যাশিত না। যেই জিনিসটা দলের মধ্যে আছে…আমরা কোনোভাবেই অজুহাত খোঁজার চেষ্টা করছি না। আমরা জানি যে আমাদের ভুলের কারণেই এই পারফরম্যান্সটা হয়েছে।’

১২ জুলাই জ্যামাইকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। এই টেস্টে তামিম ইকবাল আশাবাদী ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

খান সাহেব বলেন, ‘এটা আশা করি, আমরা সামনের টেস্ট ম্যাচে ভালো কিছু করার চেষ্টা করবো। আমার জন্য এবং দলের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, আমাদের বিশ্বাস রাখতে হবে নিজেদের ওপর যে আমরা ভালো করতে পারি দলগত হিসেবে এবং ব্যক্তি হিসেবেও। আমরা বড় রান করতে পারি সেই বিশ্বাসও রাখতে হবে। শেষ ম্যাচে সোহান এবং লোয়ার অর্ডারে রুবেল যেভাবে করেছে…এটা প্রমাণ করে, আপনি যদি উইকেটে পর্যাপ্ত সময় ব্যয় করেন যতই কঠিন উইকেট হোক না কেন আপনি রান করতে পারবেন।’

Tags

Related Articles

Close