আন্তর্জাতিকখেলাধূলা
দুরন্ত সূচনা টাইগারদের: সর্বশেষ ১১৯/১ (ওভার ১৫.৪)
স্পোর্টস ডেস্ক, নিউজরুমবিডি.কম: ভারতের বিপক্ষে ওয়ানডেতে দুরন্ত সূচনা করা টাইগার ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবালের ঝড়ো ইনিংসে ভালোই জমে উঠেছিল স্টেডিয়াম। কিন্তু টেস্টের মতো এবারো বাঁধা হয়ে দাঁড়ালো বৃষ্টি। ১৫ ওভার ৪ বল খেলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এসময় বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১৯ রান। তামিম ইকবাল ৫৭ ও লিটন দাস ৩ রানে ব্যাট করছেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ।
বাংলাদেশকে প্রথম শতরানের উদ্বোধনী জুটি উপহার দেওয়ার পথে অর্ধশতক করেন সৌম্য সরকার (৫৪)। সেই ওভারেই অহেতুক রান আউট হয়ে তার বিদায়ে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।
উমেশ যাদবের করা ষষ্ঠ ওভারে তিন চার ও এক ছক্কায় ১৮ রান নেন তামিম ইকবাল। স্লিপের পাশ দিয়ে হয় প্রথম চার, পরেরটি হাঁকান পয়েন্টের ওপর দিয়ে। বোলার আর মিডঅনের মাঝ দিয়ে তৃতীয় চারটি আদায় করে নিন তামিম। আর শেষ বলে লংঅফ দিয়ে উড়িয়ে সীমানার বাইরে পাঠান এই বাঁহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের।
এর আগে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটনের। আর পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে অভিষেক হয় বাঁহাতি পেসার মুস্তাফিজের।
চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। ১৪ জনের দল থেকে একাদশে নেই রনি তালুকদার, আরাফাত সানি ও মুমিনুল হক।