খেলাধূলাফুটবলসর্বশেষ নিউজ

এএফসি অনুর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

bd football u-14স্পোর্টস ডেস্ক, নিউজরুমবিডি.কম: নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত এএফসি অনুর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।

রোববার কাঠমুন্ডুর আর্মি শারীরিক শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত এ ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের মেয়ে মারিয়া।

৭০ মিনিটের ম্যাচে ১৬ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা বাংলাদেশ দল প্রথমার্ধের এক মিনিট বাকি থাকতে লিড দ্বিগুণ করার দারুণ এক সুযোগ পেলেও অধিনায়ক কৃষ্ণা রানী সরকার নেপালের গোলরক্ষক রাবিতা কুমারীকে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন। ম্যাচে দ্বিতীয়ার্ধেও দাপট দেখায় বাংলাদেশের মেয়েরা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশের হাতে শিরোপা তুলে দেন নেপালের প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ শর্মা অলি।

 

Tags

Related Articles

Close