বাংলাদেশসর্বশেষ নিউজ

বাসাইলে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা প্রদান

treatmentটাঙ্গাইল প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন (সমাজকল্যাণ মন্ত্রণালয়) পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র টাঙ্গাইলের বাস্তবায়নে বাসাইলে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে তিন দিনব্যাপী চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত থেরাপিভ্যানের মাধ্যমে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীতার ঝুঁকিপূর্ণ ব্যাক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, সমাজসেবা অফিসার হারুনুর রশীদ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এইচ এম আলী ইমরান সহ অন্যান্য কর্মকর্তা। জানা যায়, উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম ১২ জানুয়ারি থেকে শুরু হয়েছে যা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

Tags

Related Articles

Close