সর্বশেষ নিউজ
শফিউল আলম ২১তম মন্ত্রীপরিষদ সচিব
নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শফিউল আলমকে ২১তম মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
একই দিনে এ প্রজ্ঞাপন জারির পূর্বে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে অবসর প্রদানপূর্বক এক বছরের অবসর উত্তর ছুটি বাতিল করে চুক্তিভিত্তিক বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসাবে নিয়োগ দিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ শফিউল আলম ১৯৫৯ সালে কক্সবাজারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯-৮০ সালে বিএ এলএলবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮১ সালে ইংরেজিতে এমএ পাস করেন। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এমএস ডিগ্রি লাভ করেন তিনি।
মোহাম্মদ শফিউল আলম ১৯৮২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। বিভিন্ন সময় মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে মাগুরা এবং ময়মনসিংহ জেলার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন তিনি। রাজশাহীতে বিভাগীয় কমিশনার, যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন নবনিযুক্ত এ মন্ত্রিপরিষদ সচিব। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এরপর ভূমি মন্ত্রণালয়ের সচিব পদে যোগ দেন তিনি।