বাংলাদেশসর্বশেষ নিউজ
অবশেষে খুলে দেয়া হলো ফেসবুক
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের উদ্দেশ্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘ফেসবুক খোলার ব্যাপারে এইমাত্র সরকারের নির্দেশনা পেয়েছি। জনগণের জন্য ফেসবুক খুলে দিচ্ছি।’
পরে তিনি সাংবাদিকদের সামনেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে ফোন করে এখনই ফেসবুক খুলে দেওয়ার নির্দেশ দেন। তবে ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বন্ধ থাকা অন্যান্য মোবাইল অ্যাপগুলোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।’
সচিবালয়ে নিজ দপ্তরে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ফেসবুক বন্ধের সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য মেনে নেয়ায় তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানান । তিনি বলেন, নিরাপত্তার ঝুঁকি কমে আসায় সরকার ফেসবুক খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আবারও নিরাপত্তা জনিত সমস্যা দেখা দিলে সরকার পরিস্থিতি বিবেচনায় পদক্ষেপ নেবে।
ফেসবুকের মাধ্যমে যারা ব্যবসা করেন, তাদের ক্ষতির বিষয়টিও স্বীকার করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সাময়িক ফেসবুক বন্ধ করে যদি একটা জীবনও বাঁচাতে পারি সেই কৃতিত্ব সবার।
প্রতিমন্ত্রীর ঘোষণার কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক খুলতে পেরে ব্যবহারকারীর অনেকেই স্ট্যাটাস দিয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর থেকে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম বন্ধ করে দেয় সরকার।