বাংলাদেশসর্বশেষ নিউজ

বিরলে সাংবাদিককে ঘায়েল করতে তথ্য প্রযুক্তির অপব্যবহার, থানায় এজাহার দায়ের

এজাহারজেড.আই জহির, বিরল (দিনাজপুর) : বিরল ডিগ্রী কলেজের এক বিষয়ের প্রভাষক অন্য বিষয়ের বেতন-ভাতা ভোগের বিষয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে প্রতিবেদককে ঘায়েল করতে তথ্য প্রযুক্তির অপব্যবহারের অভিযোগে থানায় এজাহার দায়ের হয়েছে।

অভিযোগে জানা গেছে, বিরল ডিগ্রী কলেজের এক বিষয়ের প্রভাষক অন্য বিষয়ের বেতন-ভাতা ভোগের বিষয়ে সংবাদ প্রকাশ করায় বাংলা বিষয়ের প্রভাষক (ইনডেক্সধারী জীববিজ্ঞান) মোঃ আবুল কালাম আজাদ ফেসবুক (আযাদ কালাম) নামীয় একাউন্ট হতে ৩০.০৭.২০১৭ইং তারিখ রাত আনুমানিক ০২.১৪ টায় সাংবাদিক সুবল রায়ের (Subal Ray) নামীয় ফেসবুক একাউন্টে কুরুচীপূর্ণ কমেন্ট “হলুদ সাংবাদিকতার নিদর্শন সুবল রায়” উল্লেখ করে তাঁর সামাজিকভাবে সম্মানহানীসহ অপূরণীয় ক্ষতিসাধন করে।

তথ্য প্রযুক্তির অপব্যবহার করে তিনি বিভিন্নভাবে সুবল রায়ের লেখনী থামিয়ে দেয়ার অপকৌশল হিসাবে সুবল রায়কে ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করে আসছে। মিথ্যা মামলায় ফাসিয়ে জেলের ভাত খাওয়ানোসহ নানারকমের হুমকি প্রদর্শন করায় রবিবার সুবল রায় থানায় এজাহার দায়ের করে।

Tags

Related Articles

Close