বাংলাদেশ
চার ঘণ্টা উদ্ধার কাজের পর শিশু নীরবের মৃতদেহ উদ্ধার
নিউজরুমবিডি.কম: রাজধানীর শ্যামপুরে শিশু নীরব ম্যানহোলে পড়ে যাওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার করা হয় ছয় বছরের শিশু নীরবকে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শ্যামপুরে সুয়ারেজ লাইনের একটি ম্যানহোলে পড়ে যায় ছয় বছরের শিশু নীরব। বিকেল ৫টার দিকে তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় জনতা। অবশেষে রাত সাড়ে ৮টার দিকে নীরবকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা নীরবকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. খাজা আব্দুল গফুর বলেন, ‘নীরবকে রাত ৮টা ৫৫ মিনিটে এই হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়ায়। সে তিন-চার ঘণ্টা আগেই মারা গিয়েছিল।’
জানা গেছে, নীরবের পুরো নাম সাইফুল ইসলাম নীরব। নীরবদের বাসা রাজধানীর শ্যামপুর মাঠসংলগ্ন এলাকায়। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।