বাংলাদেশসর্বশেষ নিউজ

শৈলকুপায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

shoilokopa courtঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে ১৫শ’ টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শৈলকুপার সহকারী কমিশনরা (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার।

জানা গেছে, রবিবার দুপুরে উপজেলার ভাটই বাজার থেকে জাটকা ইলিশ বিক্রির অপরাধে মৎস্য সংরক্ষণ আইনে বাজুখালী গ্রামের শান্তিরামের ছেলে মনোজিতকে ৫শ’ টাকা ও অবৈধ পলিথিনের ব্যাগ সংরক্ষন ও ব্যবহারের অপরাধে পরিবেশ সংরক্ষন আইনে ভাটই গ্রামের ধিরেন পালের ছেলে রতন পালকে ১হাজার টাকা জরিমানা ও অবৈধ পলিথিন ব্যাগ জব্দ করে ভ্রাম্যমান আদালত।

এসময় আরো উপস্থিত ছিলেন শৈলকুপা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, স্যানেটারী ইন্সপ্যাক্টর পিকুল হোসেন ও শৈলকুপা থানার এস,আই কামাল হোসেন।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম বলেন, ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Tags

Related Articles

Close