বাংলাদেশসর্বশেষ নিউজ

রাজধানীতে তিন ব্লগার ও প্রকাশককে কুপিয়েছে দুর্বৃত্তরা

bloggerবিশেষ প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনা কার্যালয়ে ঢুকে ব্লগার ও প্রকাশকসহ তিনজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় আহমেদুর রশিদ টুটুল, তারিক রহিম ও রণদীপম বসু এই তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল কলেজের  এক চিকিৎসক জানিয়েছেন, তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের মাথা ও মুখমণ্ডলে একাধিক গভীর ক্ষত হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের রাম দা দিয়ে কোপানো হয়েছে। এ ছাড়া তারিক রহিমের পেটে একটি গুলির চিহ্ন দেখা গেছে।

জানা যায়, ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক আহমেদুর রশিদ টুটুলকে টার্গেট করে কয়েকজন দুর্বৃত্ত শুদ্ধস্বর প্রকাশনা কার্যালয়ে প্রবেশ করে। সেখানে ঢুকে টুটুলকে এলোপাথাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা। টুটুলকে রক্ষার জন্য এগিয়ে আসে তারিক রহিম ও রণদীপম বসু। এ সময় কোপানো হয় তাদেরকেও। তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা চলে যায়।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

 

 

Tags

Related Articles

Close