বাংলাদেশসর্বশেষ নিউজ

আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো টাঙ্গাইলের ইজতেমা

SAMSUNG DIGITAL CAMERA

মুক্তার হাসান, নিউজরুমবিডি.কম: আখেরী মোনাজাতের মধ্যদিয়ে টাঙ্গাইলে আয়োজিত তিন দিনব্যাপী ইজতেমা শনিবার দুপুরে সমাপ্তি ঘটেছে। টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসহ আশপাশের পরিত্যাক্ত স্থানসহ রাস্তায় সমবেত হয়ে লাখো মুসলিম উম্মাহ এই মোনাজাতে বিশ্বে শান্তি কামনা করেছেন।

গত মঙ্গলবার থেকেই ধর্মপ্রাণ মুসুল্লীদের আগমনে ঈদগাহ ময়দান, আউটার স্টেডিয়ামসহ আশপাশের খালি জায়গার পাশাপাশি রাস্তাগুলো কানায় কানায় ভরপুর হয়ে উঠে ইজতেমা ময়দান।

বৃহস্পতি, শুক্র ও শনিবার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমার সমাপ্তি হয়েছে। এ ইজতেমায় প্রায় লক্ষাধিক মুসুল্লীর সমাগম ঘটে। ইজতেমায় আরব ও আমেরিকার বিদেশী ২টি জামাতের অংশগ্রহণ ছাড়াও কাকরাইল মসজিদের মুরুব্বিয়ান মুসুল্লীরাও অংশ নেন। গ্রীণ হাসপাতাল প্রাইভেট লিমিটেড এর ফ্রি চিকিৎসা কাম্পে মুসুল্লীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়।

এছাড়াও টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মাসুদ পারভেজ ও বিপ্লব খানের তত্ত্বাবধানে মুসুল্লীদের ফ্রি বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। ইজতেমা ময়দানে নিরাপত্তা ব্যবস্থায় ১১১ জন পুলিশ, ৪০জন কমিউনিটি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও র‌্যাবের টহল ছিল জোড়দার। ইজতেমা ময়দানে মুসুল্লীদের অবাধ চলাচলে ট্রাফিক পুলিশও সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

টাঙ্গাইল জেলা তাবলীগের আমীর মাওলানা আবদুল হাই জানান, টাঙ্গাইলের ১২টি উপজেলা ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলাসহ ১৩টি উপজেলার মুসুল্লীরা এ ইজতেমায় উপস্থিত ছিলেন।

Tags

Related Articles

Close