খেলাধূলাসর্বশেষ নিউজ

সাকিবের ঘূর্ণিতে ঘুরছে জিম্বাবুয়ে, জ্বলে উঠেছেন মাশরাফিও

saki-mashক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: ব্যাটিং এ ব্যর্থ হলে বোলিং এ নিজেকে ফিরে পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের ঘূর্ণি জাদুতে ৬৫ রানেই চতুর্থ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। প্রথম চার উইকেটের তিনটিই সাকিবের।

এদিকে বাংলাদেশী ক্রিকেট ফ্যানদের জন্য সুখকর স্বস্তির খবর হলো শঙ্কা কাটিয়ে স্বরুপেই ফিরেছেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্ত্তজা। ৪ ভার বল করে মাত্র ৭ রান দিয়ে তিনি নিয়েছেন ২ উইকেট। আল আমিন ৫ ভারে ১৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

এর আগে শুরুতেই ব্যক্তিগত ০ (শুন্য) রানে লিটন দাস আউট হয়ে গেলে চাপে পড়ে যায় টসে হেরে ব্যাটিং এ নামা বাংলাদেশ। তামিম ইকবাল মুশফিকুরের সাথে ৭৮ রানের জুটিতে ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিল বটে। তবে তামিম ইকবালের সাথে সঙ্গ দিতে পারেননি মাহমুদুল্লাহ (৯)। হতাশ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও (১৬)। আর কেউ পিচে থিতু হতে না পারলেও মুশফিক পাশে পেয়েছেন সাব্বির রহমানকে। মুশফিকুরের অনবদ্য সেঞ্চুরিরর দিনে রান আউট হয়ে ফিরে যাবার আগে সাব্বির তুলে নিয়েছেন ৫৭ রান। সাব্বিরের সাথে মুশফিকুর রহিমের ১১৯ রানের জুটি ভাঙতেই নাসির হোসেন ব্যাটিং এ নেমে ০ (শূণ্য) রানে সাজঘরে ফিরে যান।  আরাফাত সানিকে সঙ্গে নিয়ে দলপতি মাশরাফি দলীয় আড়াইশ’ রান অতিক্রম করেন। এক ছয় আর এক চারে ৮বলে ১৪ রান করে ফিরে যান টাইগার অধিনায়ক মাশরাফি। আরাফাত সানি ১৫ রানে যখন মাঠ ছাড়েন তখন দলীয় স্কোর গিয়ে দাড়ায় ৯ উইকেটে ২৭৩ রান।

Related Articles

Close