ক্রিকেটখেলাধূলাবাংলাদেশসর্বশেষ নিউজ
জেমকন খুলনার নেতৃত্বে মাহমুদউল্লাহ
ক্রীড়া প্রতিবেদক: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ। একই দলে সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদের মতো দু’জন তারকা খেলোয়াড় থাকায় এক প্রকার মধুর সমস্যাতেই পড়তে হয় খুলনা দলের ম্যানেজমেন্টকে। শেষ পর্যন্ত আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলটি তাদের অধিনায়কের নামটি নিশ্চিত করেছে।
প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ ক্যাটাগরি থেকে সাকিব ও মাহমুদউল্লাহকে দলে নেয় খুলনা। এক সময় তিন ফরম্যাটেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া সাকিব আইসিসির নিষেধাজ্ঞায় সব ফরম্যাটেই নেতৃত্ব হারান। অপরদিকে মাহমুদউল্লাহ বর্তমানে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক। তাই হয়তো তার হাতেই দলের দায়িত্ব দিয়েছে খুলনা।
দলটির ম্যানেজিং ডিরেক্টর কাজী ইনাম বলেন, ‘মাহমুদউল্লাহ ও সাকিব খুলনার হয়ে খেলবেন, আমরা খুবই উৎফুল্ল। বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক খুলনার নেতৃত্বে থাকবেন। এর আগে খুলনা টাইটান্সের তিনবারের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ। আমরা ইতিবাচক ক্রিকেটের দিকে তাকিয়ে আছি। মর্যাদার এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হতে মুখিয়ে।’
দলের নেতৃত্ব পাওয়া মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের দলটি দারুণ ভারসাম্যপূর্ণ হয়েছে। বুদ্ধিদ্বীপ্ত বেশ কয়েকজন বোলার আছে। অভিজ্ঞ শফিউল, আল আমিনের সঙ্গে তরুণ হাসান মাহমুদ মিলে দারুণ বোলিং ইউনিট। তারা কয়েক বছর ধরেই দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে আসছে। বোলিংয়ে সাকিব ও রিশাদ মিলে আক্রমণে আরও বৈচিত্র্য যোগ করেছে। আমি মনে করি চ্যাম্পিয়শনশিপ লড়াইয়ে দল হিসেবে খুলনার দারুণ সুযোগ রয়েছে।’ তিনি আরো বলেন, ‘ব্যাটিংয়েও আমাদের অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার আছে। এনামুল, ইমরুল, সাকিব, জহুরুল ও আমি মিলে অভিজ্ঞ একটি ইউনিট। এটা আমাদের ব্যাটিং লাইন আপকে সমৃদ্ধ করেছে। এছাড়া ব্যাটিংয়ে আরিফুল হক ও শুভগত হোম অনেক ক্রিকেট খেলেছে, তাদের অভিজ্ঞতাও আমরা কাজে লাগাতে পারবো।’