খেলাধূলাসর্বশেষ নিউজ

সুযোগটা কাজে লাগাতে চান ইমরুল কায়েস

I. kayesজেড.আই জহির, নিউজরুমবিডি.কম: জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটা বিসিবি একাদশ হেরেছে ৭ উইকেটে। যদিও এই হারের প্রভাব মূল সিরিজে পড়বে না বলেই জানালেন ইমরুল কায়েস। ওপেনিংয়ে নেমে নিজের নামের পাশে ৫৬ রান করেছেন এই ব্যাটসম্যান। ফলে ইনজুরি আক্রান্ত নিয়মিত ওপেনার সৌম্য সরকারের বদলে ডাক পেয়েছেন ওয়ানডে দলে। এবার সুযোগটা কাজে লাগনোর পালা ইমরুলের।

বিশ্বকাপের পর জাতীয় দলের হযে আর ওয়ানডে খেলা হয়নি ইমরুল কায়েসের। ঘরের মাটিতে বিগত তিন সিরিজেই ওয়ানডে দলের বাইরে ছিলেন বাঁহাতি এই ওপেনার। আবার ওয়ানডে ডাক পেয়ে অনেক খুশি ইমরুল কায়েস। সুযোগটা পুরোপুরি কাজে লাগানোর আশা করছেন ইমরুল।

দলে ডাক পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সত্যি বলতে এটা আমার জন্যে খুবই চ্যালেঞ্জিং। কারণ বিশ্বকাপের পর আর কোন ওয়ানডে খেলার সুযোগ হয়নি। তবে জাতীয় লিগ থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক ভালো একটা ছন্দে আছি। ব্যাটে নিয়মিত রান পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাই নির্বাচক ও টিম ম্যানেজম্যান্টকে আমাকে পূনরায় সুযোগ দেওয়ার জন্যে। আশা করছি এখান থেকে ভালো কিছু করতে পারব।”

Tags

Related Articles

Close