বাংলাদেশসর্বশেষ নিউজ

“আমরা যা বলি আমরা তা করি”- সোহরাওয়ার্দীতে শেখ হাসিনা

hasinaবিশ্ববিদ্যালয় প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যার প্রতিবাদে প্রতি বছর ৩রা নভেম্বর জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশে আআওয়ামীলীগ আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করে।

আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেলা ২টায় শুরু হওয়া সমাবেশে লাখো মানুষের ঢল নামে। বাংলাদেশ আওয়ামীলীগ ও এর বিভিন্ অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, কৃষকলীগ, যুবলীগ,সেচ্ছাসেবকলীগ প্রভুতির শীর্ষ নেত্রৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে শেখ হাসিনা বলেন-‘এ দেশের উন্নয়ন একজন মানুষ চায় না।’ তিনি বলেন “হাজার চক্রান্ত করেও বাংলাদেশের উন্নয়ন দমিয়ে রাখা যাবে না। কারন আমরা যা বলি আমরা তা করি।” এসময় তিনি বিদেশী নাগরিকদের হত্যা, লেখক-প্রকাশক হত্যাকান্ডকে বিএনপি -শিবির জঙ্গিদের ষঢ়যন্ত্র বলে উল্লেখ করেন।

somabesh

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুবলীগ নেতা হারুন অর রশিদ, ছাত্রলীগ নেতা এম.সাইফুর রহমান সোহাগ, এস.এম.জাকির হোসেন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রৃবৃন্দ।

Tags

Related Articles

Close