আন্তর্জাতিকখেলাধূলা

রবি শাস্ত্রীকে কোচ হিসেবে নিয়োগ দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক, নিউজরুমবিডি.কম: কিংবদন্তী ক্রিকেটার রবি শাস্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় মিডিয়াতে সৌরভ গাঙ্গুলীর কোচ হওয়া নিয়ে অনেক গুঞ্জনের অবসান ঘটিয়ে বিসিসিআই এ ঘোষণা দিয়েছে। এর আগে অস্ট্রেলিয়া বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের কোচ হিসেবে ডানকান ফ্লেচারের সাথে চুক্তি ছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)। স্বাগতিকদের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়ার পর ফ্লেচারের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিসিআই।

সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়দের নিয়ে গুঞ্জন সত্যি না হলেও ভারতীয় বোর্ড তাদের ক্রিকেট লিজেন্ডদের জাতীয় দলের সঙ্গেই যুক্ত রেখেছে। শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণকে জাতীয় দলের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিসিআই। এছাড়া সঞ্জয় বাঙ্গার, ভারাত অরুণ ও শ্রীধার সহকারী কোচের দায়িত্বে বহাল রয়েছেন। বাংলাদেশ সফর শেষে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর- সে সফরেও এই কোচিং স্টাফই বহাল থাকবে।

Tags

Related Articles

Close