ক্যাম্পাসজাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মাওলানা ভাসানীর ৪৪তম মৃত্যু বার্ষিকী

মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলাউদ্দিন ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন। এরপর মওলানা ভাসানীর পরিবার, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, দেশি-বিদেশি অসংখ্য ভক্ত মুরিদান এবং সর্বস্তরের জনতা রহুমের মাজারে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ভক্তদের কন্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ শ্লোগানে মুখরিত হয়ে উঠে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতার সমাধিস্থল। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছে কতৃপক্ষ।

Tags

Related Articles

Close