ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ

স্থগিত হলো বার কাউন্সিলের লিখিত পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি: বার কাউন্সিলের ২৬ সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার বিকেলে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য এ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট পরীক্ষার জন্য ভেন্যু না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে আইনজীবীদের তালিকাভুক্তকরণ প্রক্রিয়ায় প্রথম ধাপ হিসেবে এমসিকিউ পরীক্ষা পদ্ধতি চালু করা হয়। নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষা- এই তিন ধাপের যে কোনো একটি পরীক্ষায় শিক্ষার্থীরা একবার উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষায় তারা দ্বিতীয়বারের মতো অংশগ্রহণের সুযোগ পান। সেই হিসাবে, ২০১৭ সালে লিখিত পরীক্ষায় বাদ পড়া ৩ হাজার ৫৯০ জন শিক্ষার্থী এবং ২০২০ সালে এমসিকিউ উত্তীর্ণ ৮ হাজার ৭৬৪ জন শিক্ষার্থীর এবার লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

Related Articles

Close