বাংলাদেশসর্বশেষ নিউজ

ঝিনাইদহে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

Tree Exibition-jhenaidahজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ ‘অর্থ-পুষ্টি-স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ -এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন-ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ার্দার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহাম্মদআকরামুল হক, বিভাগীয় বন কর্মকর্তা মঈনুদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ মো. রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ও জেলা প্রশাসনের এনডিসি মিজাবে রহমত।

এসময় অনেকের মধ্যে জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী খালেদা খানম, প্রবীণ রাজনীতিবিদ মনোয়ার হোসেন ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বক্তব্য রাখেন।

এ মেলা বুধবার (২৪ আগস্ট) শেষ হবে। এবারের মেলায় জেলা ও উপজেলার ৪০টি স্টল স্থান পেয়েছে।

Tags

Related Articles

Close