বাংলাদেশসর্বশেষ নিউজ
করোনায় টাঙ্গাইলে নতুন আরো ৭০ জন আক্রান্ত, জেলায় আক্রান্ত-২৫৯৪জন
মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। জেলায় নতুন করে আরো ৭০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৫৯৪ জনে। নতুন আক্রান্তদের মধ্যে ভুঞাপুরে ১৬ জন, সখীপুরে ১৪ জন, ধনবাড়ী ও টাঙ্গাইল সদরে ১৩ জন করে, মির্জাপুরে ১০ জন, মধুপুর, নাগরপুর, দেলদুয়ার ও ঘাটাইলে ১ জন করে আক্রান্ত রয়েছেন। এদিকে করোনায় জেলায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৫ জনের মৃত্যু হল।
সোমবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় প্রেরিত রোববারের ২৫১টি নমুনার ফলাফল সোমবার সকালে আসে। এতে নতুন করে ৭০ জন করোনায় আক্রান্ত হয়। করোনায় জেলায় মোট ৪৫ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয় ১৭৮০ জন, আর চিকিসাধীন রয়েছেন ৭৬৯ জন। সূত্র আরো জানায়, গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। আর সব চেয়ে কম করোনা রোগী শনাক্ত হয় বাসাইল উপজেলায়। জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে ১০২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর চলতি মাসে আজ পর্যন্ত ৯৫৬ জন করোনায় আক্রান্ত হয়। মাস ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। নতুনদের মধ্যে সখীপুর উপজেলার বড়চওনা শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা, সখীপুর থানার (উপ-পরিদর্শক) এসআই এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সও আক্রান্ত হয়েছেন।