ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ

১ ও ২ জানুয়ারি বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব

boi bitoronনিউজরুমবিডি.কম: আগামী ১ জানুয়ারি সাপ্তাহিক ছুটির দিনেই বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। অপরদিকে, শিক্ষা মন্ত্রণালয় এ উৎসব পালন করবে ২ জানুয়ারি।

১ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর মিরপুর-২-এর ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করবেন বলে জানা গেছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতীয় একটি পত্রিকাকে বলেছিলেন, ১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় ২ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণ উৎসব করবে শিক্ষা মন্ত্রণালয়।

এবার প্রাথমিক স্তরে সারাদেশে মোট দুই কোটি ২৩ লাখ ২২ হাজার ৪২৮ জন শিক্ষার্থীর জন্য ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭টি বই বিতরণ করা হবে।

Tags

Related Articles

Close