আন্তর্জাতিকসর্বশেষ নিউজ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প

indonesia earthquakeআন্তর্জাতিক ডেস্ক, নিউজরুমবিডি.কম: বৃহস্পতিবার দিবাগত রাতে (রাত ১টার দিকে) ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আহত হয়েছে ৬০ জনের বেশি লোক। ক্ষতগ্রিস্ত হয়েছে দুই শতাধিক ঘরবাড়ি।

আল আরাবিয়া নিউজ থেকে জানা গেছে, ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে সোরোং সমুদ্র সৈতকের কাছে ভূমিকম্পটি আঘাত করে। ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ওই অঞ্চল। ঘুমিয়ে থাকা লোকজন ভূকম্পন টের পেয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে ১৭ জন মারাত্মক আহত হয়েছেন। এ ছাড়া আরো ৪৫ জন ছোটখাটো আঘাত পেয়েছেন। ২০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ভূমিকম্পের ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। কোনো কোনো হাসপাতালেও বিদ্যুৎ নেই। এই অবস্থায় সোরোংয়ের একটি হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।

Related Articles

Close