ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
এমন হার মেনে নেওয়া যায় নাঃ মাশরাফি
নিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দারুণ একটা সম্ভাবনা জাগিয়েও জয় পায়নি বাংলাদেশ। তীরে এসে ডুবে যায় বাংলাদেশের জয়ের তরী। ২১ রানের বিষাদভরা হার নিয়ে মাঠ ছাড়ে মাশরাফি বাহিনী।
ম্যাচ শেষে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। শেষ দিকে একটু দেখে-শুনে খেলা উচিত ছিল। তারপরও এমন হার মেনে নেওয়া যায় না। তবে ৩০৯ রান তাড়া করে জেতা সব সময়ই কঠিন। উইকেটটা দারুণ ছিল। ইমরুল অসাধারণ ব্যাট করেছে। প্রস্তুতি ম্যাচের পর আজও সে সেঞ্চুরি করেছে। আশা করছি সে তার ধারাবাহিকতা বজায় রাখবে। ক্যাচ মিসের মাশুল আমাদের দিতে হয়েছে। নতুবা ইংল্যান্ডের স্কোর ২৮০ এর বেশি হত না। তবে স্টোকস সত্যিই দারুণ খেলেছে।’
তিনি আরো বলেন, ‘এই ম্যাচের ভালো জিনিসগুলো পরবর্তী ম্যাচে কাজে লাগাতে হবে। ভারতের সঙ্গেও আমরা খুব ক্লোজ ম্যাচ হেরেছি গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। আজকের ম্যাচটিও হতাশার। ৩০০ রান চেস করে জিততে পারলে সব দিক থেকেই ভালো অবস্থানে থাকতে পারতাম। ম্যাচটি জিততে পারলে আমরা ১-০ ব্যবধানে এগিয়ে যেতাম। সুযোগটা নিতে পারেনি।’