ক্রিকেটক্রিকেটখেলাধূলা

ভাগ্য ঝুলে আছে মুশফিক-সাকিবদের

সাকিব ও মুশফিকজেড.আই.জহির, নিউজরুমবিডি.কমঃ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম রাউন্ডের গন্ডি পেরিয়ে দ্বিতীয় রাউন্ডের জন্য ভাগ্য ঝুলে আছে মুশফিক-সাকিবদের। নিজের শেষ ম্যাচে জয় পেলেই দ্বিতীয় রাউন্ডের গন্ডি পেরুবে করাচি কিংস। এছাড়া অপেক্ষা করতে পরের ম্যাচে লাহোর কালান্দার্সের পরাজয়ের। গ্রুপ পর্যায়ে নিজেদের সাত ম্যাচ শেষে সমান ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে করাচি ও লাহোর। আসরের বাকি তিনদল পেশোয়ার জালমি, কুয়েটা গ্ল্যাডিয়েটর্স ও ইসলামাবাদ ইউনাইটেড ইতিমধ্যেই কোয়ালিফাই করেছে।

বুধবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গ্রুপ পর্যায়ের শেষ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকাল ৫.৩০ মিনিটে মোকাবেলা করবে সাকিব-মুশফিকের করাচি কিংস তামিম ইকবালের পেশোয়ার জা্লমির বিপক্ষে। একই দিন রাত ১০.০০টায় মাঠে নামবে লাহোর কালান্দার্স ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। উত্তেজনাকর ম্যাচ দুইটি ডুবাই ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)।

দ্বিতীয় রাউন্ডে পৌছাতে গেলে সাকিব-মুশফিকদের করাচি কিংসকে জয় পেতে হবে তামিম ইকবালের পেশোয়ার জালমির বিপক্ষে। যদি সেটা করতে পারে করাচি কিংস তাহলে রাত দশটার ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচে পরিণিত হবে। আবার যদি বিকালে ভূলবশতঃ করাচি কিংস হেরে যায় তাহলে উত্তেজনা ছড়াবে রাতের লাহোর বনাম ইসালামাবাদের ম্যাচটিতে। করাচি কিংসের সমর্থকরা চাইবে যেকোন মূল্যে লাহোরের পরাজয়। তাহলেই কোয়ালিফাই করবে সাকিব-মুশফিকের করাচি কিংস।

নিউজরুম বিডি পাঠকদের জন্য সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণঃ-
করাচি কিংস ও লাহোর কালান্দার্স দু’দলই জয়ী, কোয়ালিফাই করবে করাচি কিংস
করাচি কিংস হারলে ও লাহোর কালান্দার্স জয় পেলে, কোয়ালিফাই করবে লাহোর কালান্দার্স
করাচি কিংস ও লাহোর কালান্দার্স দু’দলই হারলে, কোয়ালিফাই করেব করাচি কিংস

এদিকে আজকে করাচি কিংস একাদশে বিদেশী কোটায় পরিবর্তন আসতে পারে। হয়তবা আজ মূল একাদশে নাও দেখা যেতে পারে সাকিব-মুশফিকদের। করাচি কিংসে নতুন করে যুক্ত হয়েছে দুই বিদেশী ক্রিকেটার। ইংলান্ডের ওয়াইজ শাহ ও নেদারল্যান্ডের সাবেক তারকা রায়ান টেন ডেসকাটে ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন করাচি কিংসের সাথে।

Tags

Related Articles

Close