খেলাধূলাসর্বশেষ নিউজ
আবার শুরু হচ্ছে পেসার হান্ট!
ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: সারাদেশ থেকে ফাস্ট বোলার খুজেঁ বের করতে ২০০৫ ও ২০০৭ সালে হয়েছিল পেসার হান্ট প্রোগ্রাম। আর এই প্রোগ্রামের মাধ্যমেই উঠে এসেছিলেন দেশের তারকা পেসার রুবেল হোসেন, সফিউল ইসলামসহ বেশ কয়েকজন পেসার।
দুইবার এই প্রোগ্রাম অনুষ্ঠিত হলেও গত ৮ বছরে আর হয়নি এই পেসার হান্ট। তবে এবার এই প্রোগ্রামটি হয়তো আলোর মুখ দেখতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তেমনটিই আভাস দিয়েছেন।
বুধবার বিসিবির ১২তম সভা শেষে পাপন বলেন, ‘আমরা আবার পেসার হান্ট শুরু করতে যাচ্ছি। সারা দেশ থেকে ফাস্ট বোলার খুঁজে বের করা হবে। এখনও শুরুর তারিখ ঠিক হয়নি, তবে এই বছরই হবে।’
জানা গেছে, আগের বারগুলোতে পেসার হান্ট প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় গ্রামীনফোন থাকলেও এবার পৃষ্ঠপোষকতায় থাকছে রবি। এ বিষয়ে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘রবি প্রস্তাব পাঠিয়েছে। তাদের সঙ্গে কথা বলে শিগগিরই সব কিছু চূড়ান্ত হবে।’