ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার বিকেলে বিসিবি’র প্রধান নির্বাচক ফারুক আহমেদ এ দল ঘোষণা করেন।
২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৬ মার্চ পর্যন্ত বসবে এশিয়া কাপের ত্রয়োদশ আসর। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ৮মার্চ থেকে ৩ এপ্রিল।
পূর্বে ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস, মোসা্দ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান রাজু। আর প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নুরুল হাসান সোহান, আবু হায়দার রনি ও মো. মিথুন।
বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড :
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মতুর্জা, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, নাসির হোসেন, মো. মিথুন ও আরাফাত সানী।
স্ট্যান্ডবাই : কামরুল ইসলাম রাব্বী, ইমরুল কায়েস, মুক্তার আলী ও শুভাগত হোম।