জেড.আই জহিরঃ ১২ তম এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করবে সংযুক্ত আরব আমিরাত। চলমান এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় এবং পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ এটি। আজ পাকিস্তান তাদের ১০০তম টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নামছে। যা বিশ্বের অন্যান্য দেশের চেয়ে সবচেয়ে বেশি টি-টুয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।
সোমবার হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে টসে জয়লাভ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাবেদ।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি), মাছরাঙ্গা টেলিভিশন। এছাড়া মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে খেলাটির সরাসরি ধারাবিবরনী প্রচার করছে রেডিও ভুমি “এফএম ৯২.৮”।
এদিকে এশিয়া কাপ টি-টুয়েন্টি ম্যাচে সংযুক্ত আরব আমিরাত আগের দুই ম্যাচেই বাংলাদেশ-শ্রীলংকার কাছে পরাজয় বরণ করেছে। অপরদিকে পাকিস্তান তাদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেছে ৫ উইকেটের বড় ব্যবধানে। এশিয়া কাপে প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া দুদল। দিনশেষে কে হাসবে শেষ হাসি সেটার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত।