বাংলাদেশসর্বশেষ নিউজ
বিশ্ব ইজতেমায় মুসুল্লীদের সেবায় বিনামূল্যে ডিপজলের ১৯৫টি বাস
নিউজরুমবিডি.কম: বিশ্ব ইজতেমায় আগত মুসুল্লীদের সেবায় চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তার নিজস্ব প্রতিষ্ঠান ‘ডিপজল এন্টারপ্রাইজ’ এর পক্ষ থেকে বিনামূল্যে ১৯৫টি বাস দিবেন বলে ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে ডিপজল বলেন, ‘আমি যেটা করছি সেটা আমার ভাগ্যে ছিল। অনেক মানুষের অনেক কিছুই আছে, কিন্তু মানুষের জন্য কিছু করা হয় না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি আমার ১৯৫টি বাসের মাধ্যমে দেশের ৩৯টি জেলায় ফ্রি সার্ভিস দিতে পারছি।’
তিনি আরো জানান, ‘বৃহস্পতিবার থেকে বিভিন্ন জেলা শহর থেকে মুসল্লিদের আনা শুরু হবে এবং রোববার আখেরি মোনাজাতের পর আবার সবাইকে নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়া হবে। প্রতিবছরই ইচ্ছা থাকে ইজতেমায় গিয়ে লাখো মুসল্লির সাথে সময় কাটাব। আমি শুনেছি সেখানে গেলে মানুষের মন পরিবর্তন হয়। এই বছর ইনশাল্লাহ্ অবশ্যই যাব। এবং সবার সাথে দুদিন সময় কাটাব। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েতটি আমাদের দেশে হয়। যে কারণে আমরাও বিভিন্নভাবে এই জমায়েতের জন্য কাজ করতে পারছি।’
প্রসঙ্গত, আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।