পরিবেশবাংলাদেশসর্বশেষ নিউজ
ভূমিকম্পে কেঁপে উঠল দেশ: আতঙ্কিত হয়ে মারা গেলেন তিনজন
নিউজরুমবিডি.কম: আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে ভারতের মনিপুরের রাজধানী ইমফলের ২৯ কিলোমিটার উত্তর পশ্চিমে উৎপন্ন ভূমিকম্পে সারাদেশের ঘুমন্ত মানুষ আতঙ্কিত হয়ে উঠে। আতঙ্কিত হয়ে সারাদেশে মারা যান তিনজন। এদের মধ্যে রাজধানীতে একজন, রাজশাহীতে একজন এবং অপরজন মারা যান লালমনিরহাটে। জানা গেছে, এদের তিনজনই মারা যান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে।
রাজধানীর ঢাকায় মারা যাওয়া ব্যক্তির নাম আতিকুর রহমান (২২)। আতিকুর রহমানের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত ছিলেন।
এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রধান বাবুর্চি খলিলুর রহমান (৬৫) ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
লালমনির হাটে নূর ইসলাম কদু (৫০) নামের এক ব্যবসায়ীও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
এ ছাড়া ভূমিকম্পে রাজধানীতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ভূমিকম্পটি গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৫ কিলোমিটার এবং রিখটার স্কেলে এর তীব্রতা ছিলো ৬.৭। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৩৫২ কিলোমিটার।