খেলাধূলাসর্বশেষ নিউজ

বিপিএলের খেলোয়াড় নিলাম ২৬ অক্টোবর

বিপিএলক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: আগামী ২৬ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে বিপিএলের তৃতীয় আসরের খেলোয়ারদের নিলাম। দেশি বিদেশি ক্রিকেটারদের নিজেদের দলে ভেড়াতে লড়বেন বিপিএলের এবারের দল  ঢাকা- বেক্সিমকো গ্রুপ, বরিশাল- এক্সিওম গ্রুপ, চট্টগ্রাম-ডিবিএল গ্রুপ, সিলেট-আলিফ গ্রপ, রংপুর-আই স্পোর্টস ও কুমিল্লা-রয়েল স্পোর্টস। নিলাম অনুষ্ঠানটি হবে হোটেল সোনারগাঁও কিংবা র‌্যাডিসন ব্লুতে।

বুধবার মিরপুরে দুপুর ১২টায়  সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল

এবারের আসরে বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৭০ হাজার ডলার। আর দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৩৫ হাজার ডলার। তবে ফ্রেঞ্চাইজিরা ব্যক্তিগতভাবে কোনো বিদেশি ক্রিকেটারকে বেশি পারিশ্রমিকে বিপিএলে অন্তর্ভুক্ত করলে সেই ক্রিকেটারদের দায়-দায়িত্ব বিসিবি নেবে না।

বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ড. আই এইচ মল্লিকের ভাষ্য, ‘বিদেশি ক্রিকেটারদের জন্যে একটা মূল্য দিয়ে দেওয়া হয়েছে। আমাদের তালিকার বাইরে যদি কোনো বর্তমান বা প্রাক্তন ক্রিকেটারকে কোনো ফ্রেঞ্চাইজি নিয়ে আসে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ডের থেকে অবশ্যই নো অবলিগেশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আর পারিশ্রমিক যদি ৭০ হাজার ডলারের বেশি হয়, তাহলে সেই দায়িত্ব ফ্রেঞ্চাইজিকেই নিতে হবে। আমরা খেলা শুরুর আগেই ওই ক্রিকেটারকে একটা ফরম দিয়ে দেব। তাতে স্পষ্ট করে লেখা থাকবে, বোর্ড তাদের পারিশ্রমিকের দায়িত্ব নিচ্ছে না। ফ্রেঞ্চাইজিদের সম্পূর্ণ দায়-দায়িত্ব।’

দেশের ছয় আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক ৩৫ হাজার ডলার নির্ধারণ করা হলেও এর পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আই এইচ মল্লিক বলেছেন, ‘দেখুন, সাকিবের মূল্য কিন্তু ৩৫ হাজার ডলার না। তার মূল্য যেকোনো বিদেশি ক্রিকেটারের থেকে অনেক বেশি। সাকিবের মতোই মাশরাফি, মুশফিক ও তামিমদের মূল্য এটা না। তাই ফ্রেঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করে ওদের পারিশ্রমিক নির্ধারণ করতে হবে।’

প্রসঙ্গত, ছয় আইকন ক্রিকেটার হলেন- মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং নাসির হোসেন।

Related Articles

Close