বাংলাদেশ
ঝিনাইদহে ব্রীজ পুন:নির্মানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ব্রীজ পুন:নির্মানের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে সদর উপজেলার নারিকেলবাড়ীয় বাজারে এ কর্মসূচী পালন করা হয়।
ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে বক্তব্য রাখেন ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, দোগাছি ইউপি চেয়ারম্যান ইসাহাক আলী জোয়ার্দ্দার, আমেনা খাতুন কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামান, উপাধ্যক্ষ আব্দুস সালাম, জেলা পরিষদের সদস্য অলিম্পিক মিয়া, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, নতুন কুড়ি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ তুহিন হোসেন বক্তব্য রাখেন। এসময় শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।
সেসময় বক্তারা বলেন, ঝিনাইদহের হামদহ টিকারী সড়কের ঝাপই নদীর উপর নির্মিত ব্রীজটি গত ৬ মাস আগে ভেঙ্গে যায়। ব্রীজ দিয়ে হেটে চলাচল করা গেলেও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে পরিত্যক্ত ঘোষনা করেছে এলজিইডি।
ব্রীজটির কারণে দোগাছি, ঘোড়শাল ও ফুরসন্দি ইউনিয়নের ৪০ টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতে সমস্যা হচ্ছে। তারা কৃষিপণ্য বাজারজাতকরণে চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়াও এই এলাকার ব্যবসায়ীদের লোকসানে পড়তে হচ্ছে। দ্রুত এই ব্রীজ পুন: নির্মানের দাবী জানানো হয় মানববন্ধন থেকে।