বাংলাদেশসর্বশেষ নিউজ
কালীগঞ্জে ১৪০ শতক জমির গাছ কেটে সাবাড়
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার আজমত নগর গ্রামে ১৪০ শতক জমির ওপর লাগানো ৮০টির মতো মেহগুনি ও সেগুন গাছ কে বা কারা কেটে দিয়েছে। সোমবার দিনগত রাতে গাছ গুলো গোড়া থেকে কেটে দেওয়া হয়। এর ফলে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই জমির মালিক ওসমান গনি।
ওসমান গনি বলেন, ‘দুই বছর আগে কালীগঞ্জ উপজেলার আজমত নগর গ্রামে গাছসহ ১৪০ শতক জমি কিনি। গাছগুলো ১০ থেকে ২০ ফুটের মতো লম্বা হয়েছিল। কিন্তু সোমবার দিবাগত রাতে কে বা কারা সবগুলো গাছ গোড়া থেকে কেটে দিয়েছে। আমার সঙ্গে এলাকার কারও কোনও গোলোযোগ বা শত্রুতা নেই। কী উদ্দেশ্যে কারা গাছের সঙ্গে এমন শত্রুতা করলো তা আমি ভেবে পাচ্ছি না।’
এ ব্যাপারে তিনি কালীগঞ্জ থানায় একটি জিডি করবেন বলেও জানান। ওসমান গনি কালীগঞ্জ শহরের লস্কার টাওয়ারের মালিক এবং মা ও কে জুয়েলার্সের স্বত্বাধিকারী।
এ ঘটনায় কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই ডলি রানী বলেন, ‘এ ব্যাপারে থানায় কোনও অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।