ক্যাম্পাসজাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ
পড়াশুনায় শতভাগ মনোযোগ ও দেশপ্রেম থাকলে ভালো মানুষ হওয়া যায় -জেলা প্রসাশক মো.শহীদুল ইসলাম
সালেকীন সিফাত (সখীপুর) টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের জেলা প্রসাশক মো.শহীদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যদি শতভাগ মনোযোগ দিয়ে পড়াশোনা করো, নিজেদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করো তাহলে তোমরা ভাল মানুষ হতে পারবে। নিজেদের মধ্যে সৃজনশীলতা তৈরী করতে হবে।
সখীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখীপুর পিএম পাইলট গভ. স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও এসএসসি পরিক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বজলুর রশীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেবি মো. খলিলুর রহমান তাং প্রমুখ।